Sami Yusuf-My Ummah Album cover |
"আল মুয়াল্লিম" এর পথ ধরে ৬ জুলাই ২০০৫ রিলিজ হয় সামি ইউসুফের দ্বিতীয় এলবাম "মাই উম্মাহ"।এই এলবামটি সামি ইউসুফকে মিউজিক বিশ্বে অনেক খ্যাতি এনে দেয়।১৩ টি গানের মধ্যে হাসবি রাব্বি গানটি পরিনত হয় মুসলিম বিশ্বের সবচেয়ে বেশি ডাউনলোড এবং সবচেয়ে বেশি বিক্রি হওয়া গানে।যা তাকে নিয়ে আসে টাইম ম্যাগাজিনের পাতায় "ওয়ার্ল্ড বিগেস্ট মুসলিম রকস্টার" হিসেবে।
গানের তালিকা:
01.My Ummah (intro)|Audio file|
02.My Ummah|Audio file|
03.Hasbi Rabbi|Audio file|
04.Ya Rasulallah|Audio file|
05.Try Not to Cry|Audio file|
06.Muhammad (PBUH)|Audio file|
07.Make a Prayer|Audio file|
08.Eid Song|Audio file|
09.Free|Audio file|
10.Munajat (in Arabic)|Audio file|
11.Mother (in Arabic)|Audio file|
12. The Persian nightmare|Audio file|
13.We Will Never Submit|Audio file|
গানের লিরিক্স গুলো পাবেন এখানে।
সম্পূর্ন এলবামটির ইউটিউব প্লেলিস্ট পাবেন এখানে।
[বি: দ্র: আমার কনভার্ট করা অডিও ফাইলটিতে গানের টাইটেল,আর্টিস্টের নাম এবং এলবাম ইত্যাদি ডিটেলে সেভ করা আছে,যা আপনি ইউটিউব থেকে কনভার্ট করে ডাউনলোড করলে পাবেন না।তাই আমি সাজেস্ট করবো অডিও ফাইল লাগলে আমার দেওয়া লিংক থেকে ডাউনলোড করুন।]