সামি ইউসুফের আল-মুয়াল্লিম এ্যালবামটি রিলিজ হয়েছে ১০ জুলাই ২০০৩ সালে।এটি তার প্রথম এ্যালবাম।এ্যালবামটি রিলিজের পরই বিশ্বব্যাপি সাত মিলিয়নের বেশি কপি বিক্রি হয়। টানা ১২ সাপ্তাহ এটি মিশর ও তুরস্কে টপ চার্টে অবস্থান করেছিল।মোট ৮ টি গান নিয়ে রিলিজ হয় এ্যালবামটি।
গানের তালিকা:
1."Al-Mu'allim" |Lyrics|Audio file|
2."Who is the Loved One?"|Lyrics|Audio file|
3."The Cave of Hira"|Lyrics|Audio file|
4."Allahu"|Lyrics|Audio file|
5."The Creator"|Lyrics|Audio file|
6."Meditation"|Lyrics|Audio file|
7."Ya Mustafa"|Lyrics|Audio file|
8."Supplication"|Lyrics|Audio file|
এ্যালবামটির ইউটিউব প্লেলিস্ট এখানে।
[বি: দ্র: আমার কনভার্ট করা অডিও ফাইলটিতে গানের টাইটেল,আর্টিস্টের নাম এবং এলবাম ইত্যাদি ডিটেলে সেভ করা আছে,যা আপনি ইউটিউব থেকে কনভার্ট করে ডাউনলোড করলে পাবেন না।তাই আমি সাজেস্ট করবো অডিও ফাইল লাগলে আমার দেওয়া লিংক থেকে ডাউনলোড করুন।]
-+
ReplyDelete